মিশিগান : ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটির শপথ অনুষ্ঠান ৪ অক্টোবর স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার ছিলেন শেখ আওলাদ আলী, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোঃ আজাদ হোসেন, মুজিব আহমদ মনির ও এন ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক. ম. নজরুল ইসলাম অপুর পরিচালনায় ও ময়নুল হকের সভাপতিত্বে সকলের সম্মতিতে মো. নজরুল ইসলাম শামীমকে সভাপতি ও মাশুক আহমাদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ ইসমাইল আলী, (দরাজ), ক. ম নজরুল ইসলাম (অপু), মো. ছালিক মিয়া ও মোঃ আব্দুল কাদির রানা, সহ-সাধারণ সম্পাদক শাহ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক (জুনু), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আজহার আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান, সহ কোষাধক্ষ্য সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক মৌলানা ইকবাল আহমদ, মহিলা সম্পাদিকা রুনা বেগম, সহ-মহিলা সম্পাদিকা লিপি বেগম, কার্যকরী সদস্য মো. সুরাব আলি, হাবিবুর রহমান জামিল, গৌরাঙ্গ দে, ইউসুফ খান ও মোহাম্মদ মাইকেল।
নতুন কমিটিকে শপথ পাঠ করান মো. আজাদ হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশুক আহমাদের পরিচালনায় ও মোহাম্মদ নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুজিব আহমদ মনির, সদ্য সাবেক সভাপতি মইনুল হক, নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোহাম্মদ আব্দুল কাদির রানা।
বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এই কমিটির মাধ্যমে বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে, ভালো কাজের মাধ্যমে মিশিগানে তাদের অবস্থান সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
নতুন সভাপতি তার বক্তব্যে সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে বিশ্বনাথ সোসাইটির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ও সকলের দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালিক, সৈয়দ সুলেমান, ফেরদৌস মিয়া, শেখ সুরক মিয়া, মো. সমুজ আলী, মোহাম্মদ সোহরাব আলী প্রমুখ।
পরিশেষে মোনাজাত ও মধ্যান্যভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের নতুন কমিটি
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ