ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশি নির্ভরতা কমিয়ে রপ্তানিতে দেশীয় বীমার নতুন সুযোগ Logo জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু ৯ অক্টোবর থেকে Logo নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক Logo থানার গেটের বাম দিকে রাস্তায় ভ্যানের ওপর লাশের স্তূপ দেখতে পাই Logo ইউনেস্কোর সভাপতি পদে বিজয় বাংলাদেশ ‘সফট পাওয়ারে’ বিশ্বে অবস্থান দৃঢ় করেছে: শিক্ষা উপদেষ্টা Logo বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নতুন কমিটি Logo রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব ‘অমর’: কিম জং-উন Logo মিস ইউনিভার্সে প্রথমবার আমিরাতের তরুণী মরিয়ম Logo জেনে নিন কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয়? Logo বিসিবি’র কোন কমিটির দায়িত্ব পেলেন কারা

‘মোটা জেনারেলদের’ নিন্দা হেগসেথের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শীর্ষ সামরিক কর্মকর্তায় পূর্ণ মিলনায়তনে ওপরের সারির একাধিক কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে সাফাই গান হেগসেথ। তিনি যাদের বরখাস্ত করেছেন, তাদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার শীর্ষ এক জেনারেল, যিনি কৃষ্ণাঙ্গ। আরেকজন হলেন নেভির শীর্ষ অ্যাডমিরাল, যিনি নারী।

অ্যামেরিকার সামরিক বাহিনীর ‘মোটা জেনারেলদের’ নিন্দা জানিয়ে মঙ্গলবার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, বাহিনীগুলোতে কয়েক দশক ধরে অবক্ষয়ের কারণ বৈচিত্র্য আনার উদ্যোগগুলো।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সামরিক কমান্ডারদের বিরল জমায়েতে হেগসেথ বলেছেন, তার এজেন্ডায় সমর্থন না জানালে তাদের উচিত পদত্যাগ করা।

রয়টার্স জানায়, ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অন ক্যামেরার অনুষ্ঠানে ফক্স নিউজের একসময়ের কর্মী ও প্রাক্তন গণমাধ্যম ব্যক্তিত্ব হেগসেথ যোগ দেন আরেক সাবেক টিভি রিয়েলিটি শোর উপস্থাপক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে। তারা মুখোমুখি হন সংক্ষিপ্ত নোটিশে জমায়েত হওয়া জেনারেল ও অ্যাডমিরালদের।

জমায়েতের সূচনা বক্তব্যে হেগসেথ বলেন, “আহাম্মক ও বেপরোয়া রাজনৈতিক নেতারা ভুল দিকে কম্পাস স্থাপন করেছেন এবং আমরা আমাদের পথ হারিয়েছি। আমরা ‘ওক’ ডিপার্টমেন্টে পরিণত হয়েছি, কিন্তু আরও নয়।”

অ্যামেরিকায় বর্ণগত ও সামাজিক সুবিচারের মতো সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কিংবা অন্যায্য নজর দেওয়ার বিষয়টি বোঝাতে সমালোচকরা প্রায়ই ‘ওক’ শব্দটি ব্যবহার করেন।

শীর্ষ সামরিক কর্মকর্তায় পূর্ণ মিলনায়তনে ওপরের সারির একাধিক কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে সাফাই গান হেগসেথ। তিনি যাদের বরখাস্ত করেছেন, তাদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার শীর্ষ এক জেনারেল, যিনি কৃষ্ণাঙ্গ। আরেকজন হলেন নেভির শীর্ষ অ্যাডমিরাল, যিনি নারী।

তার ভাষ্য, তিনি যেসব কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, তারা ভঙ্গুর সংস্কৃতির অংশ।

সামরিক বাহিনীতে বৈষম্যের অভিযোগ সামলানো এবং অন্যায়ের অভিযোগের তদন্ত প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে হেগসেথ বলেন, বর্তমান ব্যবস্থায় শীর্ষ নেতৃত্ব অতি সন্তর্পণে চলছেন।

‘আমার আজকের এসব কথায় আপনাদের মনে কষ্ট লাগলে আপনাদের উচিত ন্যায্য কাজটি করে পদত্যাগ করা’, বলেন ডিফেন্স সেক্রেটারি।

ওই সময় বাড়তি ওজনের সেনাদের সমালোচনা করে হেগসেথ বলেন, ‘পেন্টাগনের হলে মোটা জেনারেল ও অ্যাডমিরালদের দেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

বিদেশি নির্ভরতা কমিয়ে রপ্তানিতে দেশীয় বীমার নতুন সুযোগ

‘মোটা জেনারেলদের’ নিন্দা হেগসেথের

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

শীর্ষ সামরিক কর্মকর্তায় পূর্ণ মিলনায়তনে ওপরের সারির একাধিক কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে সাফাই গান হেগসেথ। তিনি যাদের বরখাস্ত করেছেন, তাদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার শীর্ষ এক জেনারেল, যিনি কৃষ্ণাঙ্গ। আরেকজন হলেন নেভির শীর্ষ অ্যাডমিরাল, যিনি নারী।

অ্যামেরিকার সামরিক বাহিনীর ‘মোটা জেনারেলদের’ নিন্দা জানিয়ে মঙ্গলবার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, বাহিনীগুলোতে কয়েক দশক ধরে অবক্ষয়ের কারণ বৈচিত্র্য আনার উদ্যোগগুলো।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সামরিক কমান্ডারদের বিরল জমায়েতে হেগসেথ বলেছেন, তার এজেন্ডায় সমর্থন না জানালে তাদের উচিত পদত্যাগ করা।

রয়টার্স জানায়, ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অন ক্যামেরার অনুষ্ঠানে ফক্স নিউজের একসময়ের কর্মী ও প্রাক্তন গণমাধ্যম ব্যক্তিত্ব হেগসেথ যোগ দেন আরেক সাবেক টিভি রিয়েলিটি শোর উপস্থাপক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে। তারা মুখোমুখি হন সংক্ষিপ্ত নোটিশে জমায়েত হওয়া জেনারেল ও অ্যাডমিরালদের।

জমায়েতের সূচনা বক্তব্যে হেগসেথ বলেন, “আহাম্মক ও বেপরোয়া রাজনৈতিক নেতারা ভুল দিকে কম্পাস স্থাপন করেছেন এবং আমরা আমাদের পথ হারিয়েছি। আমরা ‘ওক’ ডিপার্টমেন্টে পরিণত হয়েছি, কিন্তু আরও নয়।”

অ্যামেরিকায় বর্ণগত ও সামাজিক সুবিচারের মতো সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কিংবা অন্যায্য নজর দেওয়ার বিষয়টি বোঝাতে সমালোচকরা প্রায়ই ‘ওক’ শব্দটি ব্যবহার করেন।

শীর্ষ সামরিক কর্মকর্তায় পূর্ণ মিলনায়তনে ওপরের সারির একাধিক কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে সাফাই গান হেগসেথ। তিনি যাদের বরখাস্ত করেছেন, তাদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার শীর্ষ এক জেনারেল, যিনি কৃষ্ণাঙ্গ। আরেকজন হলেন নেভির শীর্ষ অ্যাডমিরাল, যিনি নারী।

তার ভাষ্য, তিনি যেসব কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, তারা ভঙ্গুর সংস্কৃতির অংশ।

সামরিক বাহিনীতে বৈষম্যের অভিযোগ সামলানো এবং অন্যায়ের অভিযোগের তদন্ত প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে হেগসেথ বলেন, বর্তমান ব্যবস্থায় শীর্ষ নেতৃত্ব অতি সন্তর্পণে চলছেন।

‘আমার আজকের এসব কথায় আপনাদের মনে কষ্ট লাগলে আপনাদের উচিত ন্যায্য কাজটি করে পদত্যাগ করা’, বলেন ডিফেন্স সেক্রেটারি।

ওই সময় বাড়তি ওজনের সেনাদের সমালোচনা করে হেগসেথ বলেন, ‘পেন্টাগনের হলে মোটা জেনারেল ও অ্যাডমিরালদের দেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471