শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানায় তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।
এরদোয়ান বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। তিনি আরও জানান, গাজাসহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যকে সামনে রেখে যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায় তুরস্ক।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ সব খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান।