সিটির সার্বিক অপরাধের হারও নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
নিউ ইয়র্ক সিটিতে গত তিন মাসে সাবওয়ের অপরাধ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সিটির সার্বিক অপরাধের হারও নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
২০২৫ সালের প্রথম ৯ মাসে রেকর্ডসংখ্যক বন্দুক সহিংসতার ঘটনা ও ভুক্তভোগী নথিভুক্ত করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই এড়িয়ে চলতে শুরু করেছিলেন এ গণপরিবহনের ব্যবহার, তবে দৃশ্যমান বেশ উন্নতি ঘটেছে সেখানে।
সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, গত তিন মাসে সাবওয়েতে সংঘটিত অপরাধ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কম অপরাধ ঘটছে স্টেশন ও সাবওয়ের ভেতরও।
অপরাধ কমে আসার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বেশ কিছু নতুন উদ্যোগ সুফল দিয়েছে বলে মনে করেন কমিশনার।
এদিকে মেয়র এরিক অ্যাডামস জানান, অপরাধ কমিয়ে আনার ব্যাপারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি তা রক্ষা করেছেন। কোনোভাবেই আর পেছনে ফিরে যাওয়ার উপায় নেই।
এনওয়াইপিডি কমিশনার জানান, সম্প্রতি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ পরিচালিত জরিপ অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের প্রতি ১০ জনের মধ্যে সাতজনই সাবওয়ে ব্যবহারে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন।