৩০ মিনিটেরও কম সময়ের বিজয়ী বক্তৃতায় সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বক্তব্য দেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরান মামদানি।
ঐতিহাসিক নিউ ইয়র্ক নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট জোরান মামদানি। প্রথম অ্যামেরিকান মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত করায় নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানান নবনির্বাচিত মেয়র।
জয়ী হওয়ার পর প্রথম বক্তৃতায় মামদানি বলেন, ‘নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়ব কারণ আমরা তোমাদেরই অংশ। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা আজ দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটিয়েছি।’
ট্রাম্পের প্রতি মামদানির চার শব্দের বার্তা-
৩০ মিনিটেরও কম সময়ের বিজয়ী বক্তৃতায় সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বক্তব্য দেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ বলার আছে — ‘টান দ্য ভলিউম আপ’ (অর্থাৎ, আওয়াজ বাড়াও)।’
এরপর মামদানি আরও বলেন,’আমাদের কারও কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। আমি সেই দুর্নীতিগ্রস্ত সংস্কৃতির অবসান ঘটাব, যা ট্রাম্পের মতো ধনকুবেরদের কর ফাঁকি ও সুবিধা নেওয়ার সুযোগ দিয়েছে।’
বিজয় ঘোষণা
নিউ ইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, একটি শহরের জন্য একটি ম্যান্ডেট প্রদান করেছে যা আমরা বাস্তাবয়ন করবো।’
নিজের জয় ঘোষণা করে তিনি বলেন, ‘১ জানুয়ারি, আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব। তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।’
নিজস্ব সংবাদ : 



















