ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, একটি দল যদি নিষিদ্ধ হয়ে থাকে এবং সেই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ক্ষেত্রে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয়নি এটা কিন্তু আমরা বলতে পারি না। অন্যান্য অনেক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটাররা যদি নির্ভয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে তাহলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কোন দল আসলো কি আসলো না সেইটা অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে পরিমাপ করবে না। ফলে নিষিদ্ধ দল অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর নাটোর আগমন উপলক্ষে শোভাযাত্রা শেষে লালপুর গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুতুল আরো বলেন, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। একটি আসনে দলের যোগ্য অনেক প্রার্থী রয়েছে।
তারা সবাই জিয়ার সৈনিক এবং আন্দোলন সংগ্রামে ছিল। লালপুর বাগাতিপাড়া আসনে বরাবরই ষড়যন্ত্র হয়। যারা এখন বিশৃঙ্খলা করছে তারা সবাই যে দুষ্কৃতিকারী তা বলব না। হয়তো অনেকের মনে আশা ছিল, পূরণ হয়নি, কিছু ক্ষোভের জায়গা থাকতে পারে।
তবে আমার ভাইয়ের (ড. ইয়াসির আরশাদ রাজন) নামে যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে তাহলে এই প্রচারণা অমূলক। কেননা আমি আমার ভাই, মা এবং পরিবারের দোয়া নিয়ে প্রচারণায় নেমেছি। এখানে যারা যতই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করুক লাভ হবে না।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসন ছাড়া সরাসরি আমাকে প্রতিযোগিতার জন্য দল থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে এইটা মনে করি দলের প্রতি আমার ত্যাগ, ভালোবাসার বহিঃপ্রকাশ। নারী পুরুষের যেই ভেদাভেদ দল সেটার ঊর্ধ্বে থাকার চেষ্টা করে এবং সে ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে পেরেছে বলেই দল বাংলাদেশের ১০ জনের ভেতর আমাকে মনোনয়ন দিয়েছে। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই।
বাংলাদেশের যে পরিবর্তনের রাজনীতি বিএনপি আনতে চাচ্ছে এইটা কিন্তু তার বার্তা দেয়। বলতে পারেন পরিবর্তনের ধারা শুরু হয়েছে। আমি গর্ববোধ করি এই পরিবর্তনের জন্য আমি সামনে এগিয়ে আসতে পেরেছি। তবে এই পথটা এত সহজ ছিল না। লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষের যে আশা প্রত্যাশা ছিল সেইটা দল পূরণ করেছে।
এসময় লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 




















