ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যেসব আসনে লড়ছেন খালেদা জিয়া ও তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হন বগুড়া-৬ আসনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হন বগুড়া-৬ আসনে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসন থেকে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে।

তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ধর্মের নামে রাজনীতির করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

যেসব আসনে লড়ছেন খালেদা জিয়া ও তারেক রহমান

আপডেট সময় ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হন বগুড়া-৬ আসনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হন বগুড়া-৬ আসনে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসন থেকে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে।

তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471