ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের ভেতরের একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়: এনসিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব কথা বলেন।

তারা অভিযোগ করেন, গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসারও আহবান জানান।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। সেগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

সরকারের ভেতরের একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়: এনসিপি

আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব কথা বলেন।

তারা অভিযোগ করেন, গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসারও আহবান জানান।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। সেগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471