ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় এলাকাবাসীর সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকটি আয়োজন করে ৫৩নং ওয়ার্ড বিএনপির রানাভোলা ইউনিট কমিটি। এতে দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ জনতার ঢল নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও পানি সমস্যাসহ স্থানীয় অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মোস্তফা জামান মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। আমরা যদি জনগণের পাশে থাকি, তাহলে অন্যায় ও অবিচারের অবসান হবেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে : মীর স্নিগ্ধ

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

আপডেট সময় ০২:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় এলাকাবাসীর সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকটি আয়োজন করে ৫৩নং ওয়ার্ড বিএনপির রানাভোলা ইউনিট কমিটি। এতে দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ জনতার ঢল নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও পানি সমস্যাসহ স্থানীয় অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মোস্তফা জামান মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। আমরা যদি জনগণের পাশে থাকি, তাহলে অন্যায় ও অবিচারের অবসান হবেই।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471