ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় ২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

এরমধ্যে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সৈয়দ এমরান সালেহ।

ওই পোস্টে তিনি বলেন, ‘শোকর আল হামদুলিল্লাহ।

পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন। কেউ উল্লাস প্রকাশ করবেন না। সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন।

ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।’ তিনি আরও বলেন, ‘আমার সাথে যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যথাক্রমে সাবেক এমপি আফজাল এইচ খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, তাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে ফিরে এসে সবার সাথে দেখা করব। আমার জন্য দোয়া করবেন।’

হালুয়াঘাট, ধোবাউড়ার জনগণকে নির্বাচনে পাশে পাব—এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ধর্মের নামে রাজনীতির করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

আপডেট সময় ১১:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় ২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

এরমধ্যে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সৈয়দ এমরান সালেহ।

ওই পোস্টে তিনি বলেন, ‘শোকর আল হামদুলিল্লাহ।

পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন। কেউ উল্লাস প্রকাশ করবেন না। সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন।

ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।’ তিনি আরও বলেন, ‘আমার সাথে যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যথাক্রমে সাবেক এমপি আফজাল এইচ খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, তাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে ফিরে এসে সবার সাথে দেখা করব। আমার জন্য দোয়া করবেন।’

হালুয়াঘাট, ধোবাউড়ার জনগণকে নির্বাচনে পাশে পাব—এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471