ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘তাদের সাথে আল-কায়েদার মতো আচরণ করা হবে’ – হেগসেথ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ট্রাম্প দাবি করেন তিনি সেই আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন, যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শনিবার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে আবারও একদল অভিযুক্ত মাদক পাচারকারীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে অ্যামেরিকা। এই হামলায় তিনজন নিহত হয়েছেন।

হেগসেথ জানান, হামলার শিকার জাহাজটি এমন একটি সংগঠন পরিচালনা করছিল, যাকে অ্যামেরিকা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তিনি সংগঠনটির নাম উল্লেখ করেননি তিনি।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্যাসিফিকে এটি অ্যামেরিকার চালানো ১৫তম হামলা। এক্সে দেয়া পোস্টে হেগসেথ বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজ অবৈধ মাদক পাচারে যুক্ত ছিল এবং মাদক বহন করছিল।’

অ্যামেরিকান সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত এ অঞ্চলে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন।

নিজের পোস্টে হেগসেথ বলেন, ‘মাদক-সন্ত্রাসীরা আমাদের দেশে মাদক নিয়ে আসছে,যা অ্যামেরিকানদের ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের ঠিক সেইভাবে মোকাবিলা করবে যেভাবে আল-কায়েদার সঙ্গে করা হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাগুলোকে অ্যামেরিকায় মাদক পাচার বন্ধে জন্য জরুরি পদক্ষেপ হিসেবে যথার্থ বলে বিবেচনা করেছেন। তিনি দাবি করেন, অ্যামেরিকা মাদক কার্টেলগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’ অবস্থায় রয়েছে এবং এই কাজে তিনি আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন। যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

‘তাদের সাথে আল-কায়েদার মতো আচরণ করা হবে’ – হেগসেথ

আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

ট্রাম্প দাবি করেন তিনি সেই আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন, যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শনিবার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে আবারও একদল অভিযুক্ত মাদক পাচারকারীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে অ্যামেরিকা। এই হামলায় তিনজন নিহত হয়েছেন।

হেগসেথ জানান, হামলার শিকার জাহাজটি এমন একটি সংগঠন পরিচালনা করছিল, যাকে অ্যামেরিকা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তিনি সংগঠনটির নাম উল্লেখ করেননি তিনি।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্যাসিফিকে এটি অ্যামেরিকার চালানো ১৫তম হামলা। এক্সে দেয়া পোস্টে হেগসেথ বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজ অবৈধ মাদক পাচারে যুক্ত ছিল এবং মাদক বহন করছিল।’

অ্যামেরিকান সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত এ অঞ্চলে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন।

নিজের পোস্টে হেগসেথ বলেন, ‘মাদক-সন্ত্রাসীরা আমাদের দেশে মাদক নিয়ে আসছে,যা অ্যামেরিকানদের ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের ঠিক সেইভাবে মোকাবিলা করবে যেভাবে আল-কায়েদার সঙ্গে করা হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাগুলোকে অ্যামেরিকায় মাদক পাচার বন্ধে জন্য জরুরি পদক্ষেপ হিসেবে যথার্থ বলে বিবেচনা করেছেন। তিনি দাবি করেন, অ্যামেরিকা মাদক কার্টেলগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’ অবস্থায় রয়েছে এবং এই কাজে তিনি আইনি ক্ষমতার ভিত্তিতে কাজ করছেন। যা বুশ প্রশাসন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করার সময় ব্যবহার করেছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471