ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন দশক ধরে ঐতিহ্যের স্বাদ বহন করছে চুনিলাল মিষ্টি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ছোট্ট এক দোকান আজ পরিচিত সারা দেশে। কারণ, সেখানে তৈরি হয় বিখ্যাত চুনিলাল মিষ্টি। যা স্থানীয়দের কাছে ‘রাজভোগ’ নামে পরিচিত। প্রায় তিন দশক ধরে সুনামের সঙ্গে এই মিষ্টি তৈরি করে আসছেন এলাকার প্রবীণ মিষ্টি কারিগর সুনীল মল্লিক ওরফে চুনিলাল (৭০)।

দেখতে সাধারণ হলেও সম্পূর্ণ দুধের ছানায় তৈরি এই মিষ্টির ভেতরটা নরম ও তুলতুলে। মুখে দিলেই গলে যায়। প্রতিটি রাজভোগের ওজন প্রায় ১৫০ গ্রাম এবং বর্তমানে এর দাম রাখা হয়েছে ৫০ টাকা।

চুনিলাল জানান, পাশের নাসিরনগর উপজেলার গৌরাঙ্গ রায়ের কাছ থেকে দুধের ছানায় রাজভোগ তৈরির কৌশল শেখেন তিনি। ১৯৮৮ সালে অরুয়াইল বাজারে চায়ের দোকান দিয়ে তার ব্যবসার শুরু হয়। শুরুতে চা, পুরি ও সিঙ্গারা বিক্রি করলেও পরবর্তীতে রাজভোগ তৈরিই তার মূল পেশা হয়ে ওঠে। এখন তার ছেলে গোপাল মল্লিক এই কাজে সহযোগিতা করছেন।

প্রতিদিন সকালে ছানা তৈরি থেকে শুরু করে বিকেল নাগাদ বিক্রি শেষ হয়ে যায় সব মিষ্টি। একেকটি কড়াইয়ে প্রায় ৮০টি মিষ্টি তৈরি হয়। দুপুর দেড়টার পর বিক্রি শুরু হয়, আর সন্ধ্যার আগেই সব বিক্রি শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, চুনিলালের মিষ্টির স্বাদ অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না। কেউ কেউ বলেন, এই মিষ্টি খেলে মনে হয় স্বাদের কোনো শেষ নেই। অনেকেই আত্মীয়-স্বজনের জন্য উপহার হিসেবে এই মিষ্টি নিয়ে যান দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও পাঠানো হয়।

চুনিলাল বলেন, “আমি চেষ্টা করি নির্ভেজালভাবে মিষ্টি বানানোর জন্য। মানুষ ভালো বললে আমার ভালো লাগে। প্রতিদিন যতটা বানাই, ততটাই বিক্রি হয়।”

স্থানীয়রা মনে করেন, চুনিলাল মিষ্টি এখন শুধু একটি মিষ্টি নয়, বরং অরুয়াইল বাজারের পরিচিতি, ঐতিহ্য ও গর্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি

তিন দশক ধরে ঐতিহ্যের স্বাদ বহন করছে চুনিলাল মিষ্টি

আপডেট সময় ১১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ছোট্ট এক দোকান আজ পরিচিত সারা দেশে। কারণ, সেখানে তৈরি হয় বিখ্যাত চুনিলাল মিষ্টি। যা স্থানীয়দের কাছে ‘রাজভোগ’ নামে পরিচিত। প্রায় তিন দশক ধরে সুনামের সঙ্গে এই মিষ্টি তৈরি করে আসছেন এলাকার প্রবীণ মিষ্টি কারিগর সুনীল মল্লিক ওরফে চুনিলাল (৭০)।

দেখতে সাধারণ হলেও সম্পূর্ণ দুধের ছানায় তৈরি এই মিষ্টির ভেতরটা নরম ও তুলতুলে। মুখে দিলেই গলে যায়। প্রতিটি রাজভোগের ওজন প্রায় ১৫০ গ্রাম এবং বর্তমানে এর দাম রাখা হয়েছে ৫০ টাকা।

চুনিলাল জানান, পাশের নাসিরনগর উপজেলার গৌরাঙ্গ রায়ের কাছ থেকে দুধের ছানায় রাজভোগ তৈরির কৌশল শেখেন তিনি। ১৯৮৮ সালে অরুয়াইল বাজারে চায়ের দোকান দিয়ে তার ব্যবসার শুরু হয়। শুরুতে চা, পুরি ও সিঙ্গারা বিক্রি করলেও পরবর্তীতে রাজভোগ তৈরিই তার মূল পেশা হয়ে ওঠে। এখন তার ছেলে গোপাল মল্লিক এই কাজে সহযোগিতা করছেন।

প্রতিদিন সকালে ছানা তৈরি থেকে শুরু করে বিকেল নাগাদ বিক্রি শেষ হয়ে যায় সব মিষ্টি। একেকটি কড়াইয়ে প্রায় ৮০টি মিষ্টি তৈরি হয়। দুপুর দেড়টার পর বিক্রি শুরু হয়, আর সন্ধ্যার আগেই সব বিক্রি শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, চুনিলালের মিষ্টির স্বাদ অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না। কেউ কেউ বলেন, এই মিষ্টি খেলে মনে হয় স্বাদের কোনো শেষ নেই। অনেকেই আত্মীয়-স্বজনের জন্য উপহার হিসেবে এই মিষ্টি নিয়ে যান দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও পাঠানো হয়।

চুনিলাল বলেন, “আমি চেষ্টা করি নির্ভেজালভাবে মিষ্টি বানানোর জন্য। মানুষ ভালো বললে আমার ভালো লাগে। প্রতিদিন যতটা বানাই, ততটাই বিক্রি হয়।”

স্থানীয়রা মনে করেন, চুনিলাল মিষ্টি এখন শুধু একটি মিষ্টি নয়, বরং অরুয়াইল বাজারের পরিচিতি, ঐতিহ্য ও গর্ব।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471