ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেডারেল শাটডাউনে বিপাকে নিউইয়র্কবাসী, ব্রুকলিনের ফুড প্যান্ট্রিতে বাড়ছে ভিড়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

এ সপ্তাহ পরেই ট্রাই-স্টেট অঞ্চলের ৩০ লাখেরও বেশি মানুষ তাদের নির্ভরশীল খাদ্য সহায়তা স্ন্যাপ সুবিধা হারাতে যাচ্ছে। আর তাই আসন্ন সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ফুড প্যান্ট্রিগুলো।

ব্রুকলিনের বরো পার্কের একটি ফুড ব্যাংক এখন ব্যস্ত সময় পার করছে।

মাসবিয়া স্যুপ কিচেনের লরা অ্যালেন প্রশ্ন তুলে বলেন, কিভাবে তারা কিছু জিনিসকে বিলাসিতা বলে? খাবার বিলাসিতা নয়।

তিনি জানান, গ্রাহকদের প্রয়োজনীয়তা থাকবেই। স্থানীয় বাসিন্দারা যেসব প্রয়োজনীয় জিনিস নিজেরা কিনতে পারেন না, সেগুলোর জন্য অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করে আসেন।

মাসবিয়া স্যুপ কিচেন একটি অলাভজনক সংস্থা। এর প্রধান নির্বাহী পরিচালক অ্যালেক্স রাপাপোর্টের জন্য সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাপাপোর্ট বলেন, ‘হিব্রুতে মাসবিয়া মানে ‘পূরণ করা, সন্তুষ্ট করা’। আমরা চাই প্রতিটি জীবিত প্রাণীকে পূর্ণতা দিতে।’

তিনি জানান, সরকারি শাটডাউন শুরু হওয়ার ২৭ দিন পরে খাবারের চাহিদা বেড়ে গেছে। তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

রাপাপোর্ট বলেন, ‘এর মানে দাঁড়ায় যারা গ্রোসারি শপে গিয়ে সাহায্য পান, তারা আমাদের মতো জরুরি খাবার সরবরাহকারীদের ওপর আরও বেশি নির্ভর করবেন।’

তার মতে, এটি ৪২ মিলিয়ন অ্যামেরিকানের জন্য সত্যিকারের উদ্বেগের বিষয়। যারা খাদ্য সহায়তা হারাতে পারেন।

রাপাপোর্ট বলেন, মানুষের কাছে খাবার না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। তবে এটাই বাস্তবতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

ফেডারেল শাটডাউনে বিপাকে নিউইয়র্কবাসী, ব্রুকলিনের ফুড প্যান্ট্রিতে বাড়ছে ভিড়

আপডেট সময় ০৯:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

এ সপ্তাহ পরেই ট্রাই-স্টেট অঞ্চলের ৩০ লাখেরও বেশি মানুষ তাদের নির্ভরশীল খাদ্য সহায়তা স্ন্যাপ সুবিধা হারাতে যাচ্ছে। আর তাই আসন্ন সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ফুড প্যান্ট্রিগুলো।

ব্রুকলিনের বরো পার্কের একটি ফুড ব্যাংক এখন ব্যস্ত সময় পার করছে।

মাসবিয়া স্যুপ কিচেনের লরা অ্যালেন প্রশ্ন তুলে বলেন, কিভাবে তারা কিছু জিনিসকে বিলাসিতা বলে? খাবার বিলাসিতা নয়।

তিনি জানান, গ্রাহকদের প্রয়োজনীয়তা থাকবেই। স্থানীয় বাসিন্দারা যেসব প্রয়োজনীয় জিনিস নিজেরা কিনতে পারেন না, সেগুলোর জন্য অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করে আসেন।

মাসবিয়া স্যুপ কিচেন একটি অলাভজনক সংস্থা। এর প্রধান নির্বাহী পরিচালক অ্যালেক্স রাপাপোর্টের জন্য সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাপাপোর্ট বলেন, ‘হিব্রুতে মাসবিয়া মানে ‘পূরণ করা, সন্তুষ্ট করা’। আমরা চাই প্রতিটি জীবিত প্রাণীকে পূর্ণতা দিতে।’

তিনি জানান, সরকারি শাটডাউন শুরু হওয়ার ২৭ দিন পরে খাবারের চাহিদা বেড়ে গেছে। তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

রাপাপোর্ট বলেন, ‘এর মানে দাঁড়ায় যারা গ্রোসারি শপে গিয়ে সাহায্য পান, তারা আমাদের মতো জরুরি খাবার সরবরাহকারীদের ওপর আরও বেশি নির্ভর করবেন।’

তার মতে, এটি ৪২ মিলিয়ন অ্যামেরিকানের জন্য সত্যিকারের উদ্বেগের বিষয়। যারা খাদ্য সহায়তা হারাতে পারেন।

রাপাপোর্ট বলেন, মানুষের কাছে খাবার না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। তবে এটাই বাস্তবতা।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471