ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউ জার্সিতে তিন গাড়ির দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

কার্নিস পয়েন্ট টাউনশিপের মাইলফলক ১.৩-এর কাছে একটি টোলপ্লাজার দক্ষিণমুখী অংশে রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সির সালেম কাউন্টিতে রবিবার শুরুর সময়ে তিনটি গাড়ির দুর্ঘটনায় চার তরুণ নিহত হয়েছেন।

কার্নিস পয়েন্ট টাউনশিপের মাইলফলক ১.৩-এর কাছে একটি টোলপ্লাজার দক্ষিণমুখী অংশে রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সি স্টেইট পুলিশ জানায়, কলোরাডোর ওয়েস্টমিনস্টারের বাসিন্দা ৪১ বছর বয়সী ক্রিস্টোফার নেফ টোলপ্লাজার সড়ক ধরে ডজ পিকআপ ট্রাক নিয়ে উত্তরের দিকে যাচ্ছিলেন। ওই সময় নিউ জার্সির লেকউডের ১৯ বছর বয়সী ইয়াকভ কিলবার্গ মাজদা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভিতে তিন যাত্রীকে সঙ্গে নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, মাইলফলকের কাছে পিকআপের সঙ্গে এসইউভির সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর কিলবার্গের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় ফ্রেইটলাইনারের ট্রাক্টর-ট্রেইলার।

দুর্ঘটনায় কিলবার্গ ও তার গাড়িতে থাকা যাত্রীরা নিহত হন।

প্রাণ হারানো যাত্রীরা হলেন নিউ জার্সির লেকউডের বাসিন্দা ১৮ বছর বয়সী অ্যাহারন লেবোভিটস ও ১৮ বছরের শ্লোমো কোহেন এবং নিউ ইয়র্কের ফলসবার্গের ১৮ বছর বয়সী চেইম গ্রসম্যান।

পুলিশ জানায়, দুর্ঘটনায় মারাত্মক আহত হন পিকআপের চালক নেফ, তবে ট্রাক্টর-ট্রেইলারের চালক আঘাত পাননি।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এর কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ধর্মের নামে রাজনীতির করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

নিউ জার্সিতে তিন গাড়ির দুর্ঘটনায় ৪ তরুণ নিহত

আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

কার্নিস পয়েন্ট টাউনশিপের মাইলফলক ১.৩-এর কাছে একটি টোলপ্লাজার দক্ষিণমুখী অংশে রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সির সালেম কাউন্টিতে রবিবার শুরুর সময়ে তিনটি গাড়ির দুর্ঘটনায় চার তরুণ নিহত হয়েছেন।

কার্নিস পয়েন্ট টাউনশিপের মাইলফলক ১.৩-এর কাছে একটি টোলপ্লাজার দক্ষিণমুখী অংশে রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সি স্টেইট পুলিশ জানায়, কলোরাডোর ওয়েস্টমিনস্টারের বাসিন্দা ৪১ বছর বয়সী ক্রিস্টোফার নেফ টোলপ্লাজার সড়ক ধরে ডজ পিকআপ ট্রাক নিয়ে উত্তরের দিকে যাচ্ছিলেন। ওই সময় নিউ জার্সির লেকউডের ১৯ বছর বয়সী ইয়াকভ কিলবার্গ মাজদা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভিতে তিন যাত্রীকে সঙ্গে নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, মাইলফলকের কাছে পিকআপের সঙ্গে এসইউভির সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর কিলবার্গের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় ফ্রেইটলাইনারের ট্রাক্টর-ট্রেইলার।

দুর্ঘটনায় কিলবার্গ ও তার গাড়িতে থাকা যাত্রীরা নিহত হন।

প্রাণ হারানো যাত্রীরা হলেন নিউ জার্সির লেকউডের বাসিন্দা ১৮ বছর বয়সী অ্যাহারন লেবোভিটস ও ১৮ বছরের শ্লোমো কোহেন এবং নিউ ইয়র্কের ফলসবার্গের ১৮ বছর বয়সী চেইম গ্রসম্যান।

পুলিশ জানায়, দুর্ঘটনায় মারাত্মক আহত হন পিকআপের চালক নেফ, তবে ট্রাক্টর-ট্রেইলারের চালক আঘাত পাননি।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এর কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471