ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার বাংলাদেশের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়াকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৯৯ রানের লক্ষ্য দিয়েও হারই সঙ্গী হয়েছে। সেটিও ১০ উইকেটের বড় হার। আগের সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬।

বড় ব্যবধানের পরাজয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশাও শেষ বলা যায়। যা একটু সম্ভাবনা আছে, তা যদি-কিন্তুর ওপরে। সেটি নিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে প্রতিপক্ষদের হার কামনা করতে হবে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বাংলাদেশ। তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়াটা এখন বাকি নিগার সুলতানা জ্যোতিদের।

১৫১ বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতে।

রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি। খেলেছেন ১১৩ রানের ইনিংস। ১৪৬.৭৫ স্ট্রাইক রেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ২০ চারে। অন্যদিকে অধিনায়কের সেঞ্চুরির বিপরীতে ৮৪ রানে অপরাজিত থাকেন লিচফিল্ড। তার ইনিংসে ১২ চারের বিপরীতে ১ ছক্কা।

এর আগে প্রথমে ব্যাটিং করে সোবহানা মোস্তারির ফিফটিতে ১৯৮ রান করে বাংলাদেশ। মোস্তারির ৬৬ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৪৪ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। প্রতিপক্ষের হয়ে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যালেনা কিং।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে : মীর স্নিগ্ধ

অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার বাংলাদেশের

আপডেট সময় ০৯:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়াকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৯৯ রানের লক্ষ্য দিয়েও হারই সঙ্গী হয়েছে। সেটিও ১০ উইকেটের বড় হার। আগের সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬।

বড় ব্যবধানের পরাজয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশাও শেষ বলা যায়। যা একটু সম্ভাবনা আছে, তা যদি-কিন্তুর ওপরে। সেটি নিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে প্রতিপক্ষদের হার কামনা করতে হবে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বাংলাদেশ। তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়াটা এখন বাকি নিগার সুলতানা জ্যোতিদের।

১৫১ বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতে।

রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি। খেলেছেন ১১৩ রানের ইনিংস। ১৪৬.৭৫ স্ট্রাইক রেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ২০ চারে। অন্যদিকে অধিনায়কের সেঞ্চুরির বিপরীতে ৮৪ রানে অপরাজিত থাকেন লিচফিল্ড। তার ইনিংসে ১২ চারের বিপরীতে ১ ছক্কা।

এর আগে প্রথমে ব্যাটিং করে সোবহানা মোস্তারির ফিফটিতে ১৯৮ রান করে বাংলাদেশ। মোস্তারির ৬৬ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৪৪ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। প্রতিপক্ষের হয়ে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যালেনা কিং।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471