ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাকসু-রাকসু নির্বাচনে ভোট কারচুপি হলে দেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট চুরি ও কারচুপির অভিযোগে তীব্র হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগে বিক্ষোভ সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে যেমনটি দেখেছিলাম, রাকসু ও চাকসুতেও তার পুনরাবৃত্তি ঘটছে। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে, কোনো ধরনের ভোট চুরি মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “অতীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল ছাত্রশিবির। এবারও তারা লাঠিসোটা হাতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছে। তারা ভাবে, ছাত্রদল দুর্বল—কিন্তু আমরা যদি রাজপথে নামি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শিবিরের কোনো স্থান থাকবে না।”

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৩টি প্যানেলের ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওএমআর পদ্ধতিতে ব্যালট ভোটের গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এবং হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠু রাখতে ডিনরা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় প্রধানরা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। ভোটারদের সুবিধার্থে শাটল ট্রেনের ফেরা-যাওয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ১১ বার, পাশাপাশি ১৫টি বাসও চলাচল করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যা সংশোধন হয়েছে তা আইনি ভিত্তি না পেলে কিসের ভিত্তিতে নির্বাচন : গোলাম পরওয়ার

চাকসু-রাকসু নির্বাচনে ভোট কারচুপি হলে দেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

আপডেট সময় ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট চুরি ও কারচুপির অভিযোগে তীব্র হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগে বিক্ষোভ সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে যেমনটি দেখেছিলাম, রাকসু ও চাকসুতেও তার পুনরাবৃত্তি ঘটছে। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে, কোনো ধরনের ভোট চুরি মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “অতীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল ছাত্রশিবির। এবারও তারা লাঠিসোটা হাতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছে। তারা ভাবে, ছাত্রদল দুর্বল—কিন্তু আমরা যদি রাজপথে নামি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শিবিরের কোনো স্থান থাকবে না।”

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৩টি প্যানেলের ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওএমআর পদ্ধতিতে ব্যালট ভোটের গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এবং হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠু রাখতে ডিনরা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় প্রধানরা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। ভোটারদের সুবিধার্থে শাটল ট্রেনের ফেরা-যাওয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ১১ বার, পাশাপাশি ১৫টি বাসও চলাচল করেছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471