ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে আগুন: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি ও জামায়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার (১৪ অক্টোবর) জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেমিক্যাল থাকায় এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যালের আগুন অন্য আগুনের মতো দ্রুত নিভবে না। এক্ষেত্রে সময় লাগতে পারে। কেমিক্যাল দুর্ঘটনায় প্রটোকল মেনে কাজ করতে হয়। আগামীকাল বুয়েটের প্রতিনিধি দলের ঘটনাস্থলে আসবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না।এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি।

এর আগে, মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়। এছাড়া, এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতী বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, মরদেহগুলো গার্মেন্টসের অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি। কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ধর্মের নামে রাজনীতির করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

মিরপুরে আগুন: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি ও জামায়াত

আপডেট সময় ০৮:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরে কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার (১৪ অক্টোবর) জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেমিক্যাল থাকায় এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যালের আগুন অন্য আগুনের মতো দ্রুত নিভবে না। এক্ষেত্রে সময় লাগতে পারে। কেমিক্যাল দুর্ঘটনায় প্রটোকল মেনে কাজ করতে হয়। আগামীকাল বুয়েটের প্রতিনিধি দলের ঘটনাস্থলে আসবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না।এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি।

এর আগে, মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়। এছাড়া, এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতী বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, মরদেহগুলো গার্মেন্টসের অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি। কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471