ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে।

প্রতিবেদন মতে, প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো বহু লোককে সরিয়ে নেয়া হয়। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানিয়েছেন, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গুমায়ানের প্রত্যন্ত জনপদেও একটি খনি ধসে পড়ে। সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, কিছু টানেল ধসে পড়েছিল। কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছে।

এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ধর্মের নামে রাজনীতির করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

আপডেট সময় ০৯:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে।

প্রতিবেদন মতে, প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো বহু লোককে সরিয়ে নেয়া হয়। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানিয়েছেন, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গুমায়ানের প্রত্যন্ত জনপদেও একটি খনি ধসে পড়ে। সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, কিছু টানেল ধসে পড়েছিল। কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছে।

এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471