ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষের ওপর আঘাত আসলে মেনে নেয়া হবে না— বিবিসি বাংলাকে তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রায় দুই দশক পর কোনও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। তারেক রহমান কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিবিসি বাংলা প্রকাশ করে। এ সময় তিনি সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ওপর আঘাত এলে মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক এটি কোনও ব্যক্তিগত বিষয় নয়। আমরা চাই অন্তর্বরতীকালীন সরকার সফল হোক। অর্থাৎ এখানে দুটি বিষয় আছে। একটি হলো সংস্কার, আরেকটি প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন। কিছু সংস্কার যেগুলো না করলেই নয় এসব করাসহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই এই সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি ওনাদের ওপর মূল যে দায়িত্ব সেটি তারা সঠিকভাবে পালন করবেন। রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের ওনাদের কাছে চাওয়া। আমরা প্রত্যাশা রাখি সেটি ওনারা সঠিকভাবে করবেন। এই কাজটি কতটুকো ভালো বা মন্দভাবে করতে পারছেন তার ওপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।

উপস্থাপক প্রশ্ন করেন, আপনি একটি বক্তব্যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন আপনার (তারেক রহমান) মনে সন্দেহ রয়েছে কী না তা তিনি জানতে চান। এ বিষয়ে তিনি বলেন, আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত ওনারা নির্বাচনের সময় বা এ বিষয়ে সঠিকভাবে কিছু বলেননি। সে কারণেই শুধু আমার মনের মধ্যে নয়, আমরা যদি সেই সময়ে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম অন্তর্বর্তী সরকারপ্রধান একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে বেশ কয়েকবার উনি ওনার সিদ্ধান্তে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকে সন্দেহটি বহু মানুষের মন থেকে চলে যেতে শুরু করেছে।

লন্ডনের বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের বাইরে আর কী কথা হয়েছে এ বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অনেক বিজ্ঞ মানুষ। সৌজন্যতামূলক অনেক কথা হয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। এ বিষয়ে কথা হয়েছে। আমার কিছু চিন্তা ভাবনা যদি সুযোগ পাই দেশের মানুষ সুযোগ দেন সেই বিষয়ে কিছুকিছু আলোচনা হয়েছে।

এক এগারোর সরকার বা সেনাসমর্থিত সরকার নিয়ে তারেক রহমানের মূল্যায়ন জানতে চাইলে বলেন, এক বাক্যে যদি বলতে হয় এটি একটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল। আমরা দেশে ঘাঁত প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশে যতটুকোই রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল, ভুল ত্রুটির মধ্যে দিয়েই। সবকিছু তারা ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল। বিরাজনিতীকরণ করতে চেয়েছিল। দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল।

বিএনপি ক্ষমতায় এলে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। সবার আগে আমার জনগণ, দেশ, সার্বভৌমত্ব। এটিকে বিবেচনা করে বাকি সবকিছু।

বিগত সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে সমালোচনা রয়েছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি নিয়ে তিনি বলেন, আমি বিষয়টি আগের প্রশ্নেই বলেছি সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো তারপর বাকি সব।

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। আমরা এটা মেনে নিবো না। দেশের মানুষের ওপর আঘাত আসলে মেনে নেয়া হবে না এমনটাও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

হামজা চৌধুরীকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ঘোষণা রবি আজিয়াটা’র

দেশের মানুষের ওপর আঘাত আসলে মেনে নেয়া হবে না— বিবিসি বাংলাকে তারেক রহমান

আপডেট সময় ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রায় দুই দশক পর কোনও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। তারেক রহমান কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিবিসি বাংলা প্রকাশ করে। এ সময় তিনি সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ওপর আঘাত এলে মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক এটি কোনও ব্যক্তিগত বিষয় নয়। আমরা চাই অন্তর্বরতীকালীন সরকার সফল হোক। অর্থাৎ এখানে দুটি বিষয় আছে। একটি হলো সংস্কার, আরেকটি প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন। কিছু সংস্কার যেগুলো না করলেই নয় এসব করাসহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই এই সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি ওনাদের ওপর মূল যে দায়িত্ব সেটি তারা সঠিকভাবে পালন করবেন। রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের ওনাদের কাছে চাওয়া। আমরা প্রত্যাশা রাখি সেটি ওনারা সঠিকভাবে করবেন। এই কাজটি কতটুকো ভালো বা মন্দভাবে করতে পারছেন তার ওপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।

উপস্থাপক প্রশ্ন করেন, আপনি একটি বক্তব্যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন আপনার (তারেক রহমান) মনে সন্দেহ রয়েছে কী না তা তিনি জানতে চান। এ বিষয়ে তিনি বলেন, আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত ওনারা নির্বাচনের সময় বা এ বিষয়ে সঠিকভাবে কিছু বলেননি। সে কারণেই শুধু আমার মনের মধ্যে নয়, আমরা যদি সেই সময়ে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম অন্তর্বর্তী সরকারপ্রধান একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে বেশ কয়েকবার উনি ওনার সিদ্ধান্তে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকে সন্দেহটি বহু মানুষের মন থেকে চলে যেতে শুরু করেছে।

লন্ডনের বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের বাইরে আর কী কথা হয়েছে এ বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অনেক বিজ্ঞ মানুষ। সৌজন্যতামূলক অনেক কথা হয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। এ বিষয়ে কথা হয়েছে। আমার কিছু চিন্তা ভাবনা যদি সুযোগ পাই দেশের মানুষ সুযোগ দেন সেই বিষয়ে কিছুকিছু আলোচনা হয়েছে।

এক এগারোর সরকার বা সেনাসমর্থিত সরকার নিয়ে তারেক রহমানের মূল্যায়ন জানতে চাইলে বলেন, এক বাক্যে যদি বলতে হয় এটি একটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল। আমরা দেশে ঘাঁত প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশে যতটুকোই রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল, ভুল ত্রুটির মধ্যে দিয়েই। সবকিছু তারা ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল। বিরাজনিতীকরণ করতে চেয়েছিল। দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল।

বিএনপি ক্ষমতায় এলে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। সবার আগে আমার জনগণ, দেশ, সার্বভৌমত্ব। এটিকে বিবেচনা করে বাকি সবকিছু।

বিগত সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে সমালোচনা রয়েছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি নিয়ে তিনি বলেন, আমি বিষয়টি আগের প্রশ্নেই বলেছি সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো তারপর বাকি সব।

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। আমরা এটা মেনে নিবো না। দেশের মানুষের ওপর আঘাত আসলে মেনে নেয়া হবে না এমনটাও জানান তিনি।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5471